করোনাবিধি লংঘন করায় যশোর জেলায় অর্ধলাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় বৃহস্পতিবার যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান প্রায় অর্ধলাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাস্ক ব্যবহার না করায় এবং নির্ধারিত সময়ের পর দোকান খুলে রাখার অপরাধে জেলার বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়। আলাদা পরিচালিত এসব অভিযানের নেতৃত্ব দেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি নারায়ণ চন্দ্র পাল), জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন, হাফিজুল হক, কাজী আতিকুর রহমান, তানজিলা আখতার, মো. মাহমুদুল হাসান, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন, কে এম মামুনুর রশীদ, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আরাফাত হোসেন ও শার্শার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।