সফলভাবে মঙ্গল গ্রহে ড্রোন ওড়াল নাসা

    0

    লোকসমাজ ডেস্ক॥মার্কিন মহাকাশ সংস্থা নাসা সফলভাবে মঙ্গল গ্রহে একটি ড্রোন উড়াতে সক্ষম হয়েছে।
    বিবিসির খবরে বলা হয়, ইনজেনুইটি নামের এই ড্রোনটি এক মিনিটেরও কম সময় বাতাসে ভেসে ছিল। তবে নাসা ঘটনাটি আনন্দের সঙ্গে উদযাপন করছে কারণ অন্য কোনো গ্রহে এটি প্রথম কোনো আকাশযান ওড়ার ঘটনা।
    ওড়ার বিষয়টি নাসা নিশ্চিত হয়েছে একটি স্যাটেলাইটের মাধ্যমে যা ড্রোনটির তথ্য পৃথিবীতে পাঠায়।
    সামনের দিনগুলোতে মঙ্গলে আরও দুঃসাহসিক ফ্লাইট চালাবে নাসা। ইনজেনুইটিকে আরও ওপরে এবং দূরে ওড়ানো হবে কারণ প্রকৌশলীরা এই প্রযুক্তির সামর্থ্য কতটুকু তা পরীক্ষা করে দেখবেন।