মিয়ানমারে বাড়ছে মৃত্যুর মিছিল, আরও ৪ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

0

লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এ নিয়ে দেশটিতে প্রায় তিনশ গণতন্ত্রপন্থীকে হত্যা করা হলো। খবর রয়টার্সের। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর তাউঙ্গি শহরে গুলি করে চার বিক্ষোভকারীকে হত্যা করেছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। এদিন দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মধ্যাঞ্চলীয় মনোয়াসহ আরও কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। মনোয়ায় বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘আমরা কি ঐক্যবদ্ধ’, ‘হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ’, ‘বিপ্লব জিতবেই’। হিনথার মিডিয়া করপোরেশন জানিয়েছে, পুলিশ মওলামাইন শহরে বিক্ষোভকারীদের দিকে গুলি চালিয়েছে এবং অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে। গুলিতে অন্তত দুইজন আহত হয়েছেন। অন্য গণমাধ্যমগুলোর খবর অনুসারে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়লে অন্তত পাঁচজন জখম হয়েছেন। অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্যমতে, মিয়ানমারের গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভে এপর্যন্ত অন্তত ২৮৬ জন নিহত হয়েছেন। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের প্রেক্ষিতে মিয়ানমারের জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাষ্ট্র মিয়ানমার সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।