চীনে আকরিক লোহা আমদানি বেড়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ চীনে আকরিক লোহা আমদানি ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইস্পাত তৈরির উপাদান হিসেবে চলতি বছরের প্রথম দুই মাসে আমদানির পরিমাণ বেড়েছে। রোববার প্রকাশিত রাজস্ব প্রশাসনের তথ্যে এমনটা বলা হয়েছে। খবর রয়টার্স।
বিশ্বের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারক দেশটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে মোট ১৮ কোটি ১৫ লাখ টন আকরিক লোহা কিনেছে। গত বছরের একই সময়ে তাদের আমদানির পরিমাণ ছিল ১৭ কোটি ৬৬ লাখ টন।
বিশ্লেষকরা জানান, এ সময়ে দেশটিতে নিরবচ্ছিন্নভাবে আকরিক লোহা সরবরাহ করেছে দেশটির প্রধান দুই রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া ও ব্রাজিল। ফলে দেশ দুটি থেকে আমদানির পরিমাণ ১১ শতাংশ বেড়ে ১৬ কোটি ৪০ লাখ টনে পৌঁছেছে। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন জানায়, বছরব্যাপী আকরিক লোহা আমদানির পরিমাণ আরো বাড়বে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কারাখানাগুলোকে অপরিশোধিত স্টিল উৎপাদন কমাতে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে। মূলত ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগকে বাস্তবায়ন করতে এমন চাপ দেয়া হচ্ছে।
বিশ্লেষক জো গুইকি বলেন, যদি অপরিশোধিত স্টিল উৎপাদন কমাতে হয়, তাহলে আকরিক লোহা আমদানিও কমে যাবে। তবে কীভাবে এ উৎপাদন কমাতে হবে সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই।
চলতি বছরের নতুন জাতীয় নীতি অনুযায়ী চীন উন্নত মানের ইস্পাত বর্জ্য আমদানির অনুমতি দিয়েছে। এমন সময় এ আমদানির অনুমতি দেয়া হয় যখন অভ্যন্তরীণ ইস্পাত উৎপাদন কোম্পানিগুলো তাদের ধাতু বর্জ্য পুনর্ব্যবহারে ক্রমাগত উন্নতি করছে।
এ দুই মাসে চীন ১ কোটি ১০ লাখ টন ইস্পাতসামগ্রী রফতানি করেছে, যা ২০২০ সালের একই সময় থেকে ৩০ শতাংশ বেশি বলে জানিয়েছে রাজস্ব বিভাগ। অন্যদিকে দেশটিতে ইস্পাতসামগ্রী আমদানি ১৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৪ লাখ টনে পৌঁছেছে।