জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের হ্যাটট্রিক শিরোপা

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী ৩১তম জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে দলটি ৩১ আসরের মধ্যে ১৯ বার চ্যাম্পিয়ন হলো। ১৯৮৪ সাল থেকে টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর আনসারের আধিপত্যে হানা দিয়েছিল বিজেএমসি। তারপর কখনও আনসার, কখনও বিজেএমসি ট্রফিজয়ের আনন্দ করেছে। সর্বশেষ ৩ আসরে চ্যাম্পিয়ন হয়ে আনসার হ্যাটট্রিক শিরোপা জয় উদযাপন করলো। শুক্রবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনালে আনসার ২৬-১২ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ১৯তম শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে বাংলাদেশ আনসার ১৪-৯ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের মাসুদা এবং আলপনা ৫টি করে গোল করেন এবং নওগাঁর অনুরাধা করেন ৪ গোল। আনসারের আলপনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং নওগাঁ জেলার তাবাসসুম পিংকি সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। নড়াইলের জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।