জাতীয় দল নয় আইপিএল-ই আগে

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই- এমন কথা বলেছিলেন সাকিব আল হাসান। তবে বাস্তবচিত্রটা ভিন্ন। জাতীয় দল নয়, আইপিএল-ই সাকিবের কাছে আগে! এবারের আইপিএল’র নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আশিস নেহরা, হর্ষ ভোগলের মতো বোদ্ধা বিশ্লেষকরা মনে করেন, সাকিবের দাম আরো বেশি হতে পারতো। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে আইপিএলে সাকিব পূর্ণ সময় দিতে পারবেন কিনা এ নিয়ে দ্বিধা ফ্র্যাঞ্চাইজিগুলোর। আইপিএলের সময় আন্তর্জাতিক সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে জাতীয় দলে নয়, আইপিএলে খেলতে চান খোদ সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সাকিব এই মুহূর্তে টিু-টোয়েন্টি খেলতে চায়।
টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর বুধবার রাতে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ইমেইল পাঠান। এরপর আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বুধবার রাতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।
দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। চলবে মে মাসজুড়েই। কিন্তু এই দুই মাসেই বাংলাদেশ দল দুটি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এপ্রিলে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে দুই টেস্টের সিরিজ খেলতে। এরপর মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়। সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজে খেলবেন বলে জানিয়েছেন বিসিবিকে।
এ মাসেই তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ হবে ১লা এপ্রিল। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আগেই ছুটি নিয়ে রেখেছেন এ সফর থেকে। বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার ব্যাপারে বিসিবি একটা সময়সীমা বেঁধে দিয়েছে। যাতে বলা হয়েছে, আইপিএলে খেলার জন্য নির্বাচিত বাংলাদেশের ক্রিকেটাররা ১৯ মের পর আর টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। এমনকি এর আগেও যদি আইপিলের সময়ের মধ্যে বাংলাদেশের কোনো সিরিজ হয়, তাহলেও খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে হবে। এ ছাড়া জাতীয় দলের খেলার সময় খেলোয়াড়রা অন্য কোথাও খেলতে পারবেন না, এমন কথা খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তিতেও আছে। তাহলে টেস্টের সময় আইপিএলের জন্য কেন সাকিবকে ছাড়বে বিসিবি? নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, ‘সাকিবকে জোর করে টেস্টে খেলালেও তার কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাওয়া যাবে না বলেই মনে করে বোর্ড। তবে আমরা এটাও বুঝি, এতে একটা বাজে উদাহরণ সৃষ্টি হবে।’
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ওয়ানডে সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। কিন্তু চট্টগ্রামের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়ার পর সাকিব খেলতে পারেননি দ্বিতীয় টেস্টেও। জাতীয় দলে তার আত্মনিবেদন প্রসঙ্গে ২০১৪ সালে গণমাধ্যমকে সাকিব বলেছিলেন, ‘আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরো দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই। এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন। অনেকেই মনে করে আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নেবো। কিন্তু সত্য হলো আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।’