যশোর পৌরসভা নির্বাচন : ব্যাংকের ভুলে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন মারুফুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার নির্বাচনে ব্যাংক কর্মকর্তার ভুলে মনোনয়নপত্র যাচাই-বাছাই থেকে বাদ পড়লেন বিএনপি প্রার্থী সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ঋণ খেলাপী না হয়েও এনসিসি ব্যাংক যশোর শাখার কর্মকর্তা ভুল করে তাকে খেলাপি দেখান। যে কারণে বাতিল হয় তার মনোনয়নপত্রটি। মারুফুল ইসলাম বলেন, ওই ব্যাংক কর্তৃপক্ষ তাকে খেলাপি ঘোষণা করার পর ২০২০ সালের ৭ অক্টোবর তিনি পুনঃতফসিলে খেলাপি না করার আবেদন করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তার আবেদনের ভিত্তিতে আগামী ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দেন। চলতি বছরের জানুয়ারি মাসের মধ্য তাকে খেলাপি না ঘোষণা না করার শর্তে অর্ধেক ঋণ পরিশোধের সুযোগ দেন। সেই অনুযায়ী জানুয়ারি মাসের ২৪ তারিখ তিনি ঋণের অর্ধেক টাকা পরিশোধ করেন। পরে ৩১ তারিখ ব্যাংকের বোর্ড সভায় তাকে খেলাপির তালিকা থেকে বাদ দেয়া হয়। কিন্তু ব্যাংকের ম্যানেজার ৩১ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি উল্লেখ করেন। এই ভুলে মারুফুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। যাচাই-বাছাইয়ের সময় ব্যাংকের ম্যানেজার রিটার্নিং কর্মকর্তার সামনে বলেন, তার ভুলে এমনটি হয়েছে। তিনি তখন রিটার্নিং কর্মকর্তার কাছে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি মারুফুল ইসলাম ঋণ খেলাপি নন। এ বিষয়ে মারুফুল ইসলাম বলেন, আমি আপিল করেছি। আমি শতভাগ আশাবাদি আমি প্রার্থিতা ফিরে পাবো। না পাওয়ার কোন যৌক্তিক কারণ নেই। এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আব্দুর রহমান কাকন নামের অপর মেয়র প্রার্থী হলফনামায় ভুল থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল হয়ে যায়। এছাড়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর টুটুল মোল্লার হলফনামায় ভুল ও একই ওয়ার্ডের ইকবাল কবির ঋণ খেলাপি হওয়ায় দুইজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিনের হলফনামায় ভুল থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদসহ পুলিশের প্রতিনিধি, বিদ্যুৎসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যাচাই-বাছাইয়ে অংশ নেন।