মনিরামপুরে পাল্টা সংবাদ সম্মেলন নিজেকে নির্দোষ দাবি আ.লীগ প্রার্থীর

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলনের জবাব দিতে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিএনপির অভিযোগ অস্বীকার করে বুধবার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন নৌকা প্রতীকের প্রার্থী। তিনি জানান, মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থী শহীদ ইকবাল হোসেন সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আচারনবিধি লঙ্ঘন, মোটরসাইকেল শোভাযাত্রা, পোস্টার ছেড়া, প্রচার মাইক ভাংচুর, বাঁধা দেওয়া এবং তার ছেলে মাহমুদ পারভেজ শুভ, ছাত্রলীগ নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কাজী মাহমুদুল হাসান অভিযোগ করেন, ২৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার সময় বিএনপির আসাদুজ্জামান মিন্টু ও জাফরের নেতৃত্বে নাশকতার মামলার আসামি ও সন্ত্রাসীরা তার নৌকা প্রতীকের কর্মী কামালপুরের হালিম, ইসলাম গাজী, বিল্লাল হোসেন এবং ইসলামের ওপর হামলা চালিয়ে মারপিটে গুরুতর আহত করে। তিনি আশা প্রকাশ করেন ৩০ জানুয়ারি মনিরামপুরে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, অ্যাডভোকেট বশির আহমেদ খান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জেলা পরিষদ সদস্য রুকসানা পারভীন পান্না, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।