খেলার খবর

0

ব্যাটিংয়ে শক্তি দেখালেন ৪ সিনিয়র
স্পোর্টস ডেস্ক॥ প্রথম দুই ম্যাচে ঢাকায় জিতলেও ব্যাটিংটা সেভাবে মন ভরায়নি। কেউ কেউ উইকেটের দায় দিতে চাইলেও খোদ খেলোয়াড়েরাই বলছিলেন, আরও ভালো করা যেত। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই ‘ভালো’ কিছুটা করে দেখালেন সাকিব-তামিমরা। সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশতক পেয়েছেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৭ । দ্বিতীয় ম্যাচের পর শেষ ওয়ানডেতেও অর্ধশতক হাঁকান তামিম ইকবাল। শুরুতে দুই সতীর্থকে হারালেও তামিম অভিজ্ঞতার প্রমাণ রাখেন। ২৮তম ওভারে ফেরার আগে ৮০ বলে ৮০ স্ট্রাইকরেটে ৬৪ করে যান। এর মধ্যে চারের মার তিনটি, ছয় একটি। অধিনায়ক হিসেবে ৬ ওয়ানডেতে তার দ্বিতীয় ফিফটি এটি। আর ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপে অষ্টম। ক্যারিবিয়ানদের বিপে তার সেঞ্চুরিও আছে দুটি। ওপেনার লিটন দাস এই ম্যাচেও ব্যর্থ। আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তিন নম্বরে নামা নাজমুল হোসেন আর তামিম যখন শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টায়, ঠিক তখনই কাইল মায়ার্সের বলে সেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েই বিদায় নেন নাজমুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০। চার নম্বরে নেমে সাকিব করেন ৫১। ৮১ বলে তিন চারে এই রান করেন সাকিবের সঙ্গে ৯৩ রানের জুটি গড়া এই অলরাউন্ডার। পাঁচ নম্বরে নামা মুশফিকও পেয়েছেন অর্ধশতক। ১১৬ স্ট্রাইকরেটে তিনি ৫৫ বলে ৬৪ করে যান। চার সিনিয়রের তিনটি জুটিতেই ভালো রান উঠেছে। তামিম ফেরার পর মুশফিক-সাকিব করেন ৪৮। মুশফিকের সঙ্গে আবার ৭২ রানের জুটি গড়েন রিয়াদ। তার স্ট্রাইকরেটও (১৪৮.৮৪) ভালো ছিল। তিনি ৪৩ বলে ৬৪ করে অপরাজিত থাকেন। বাংলাদেশ এদিন দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাদের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। তাসকিন ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন।

কুঁচকির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
স্পোর্টস ডেস্ক॥ ব্যাট হাতে ফিফটির পর দুর্দান্ত বোলিং করছিলেন সাকিব আল হাসান। কিন্তু হঠাৎই তাকে মাঠ ছাড়তে হলো কুঁচকির অস্বস্তি নিয়ে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ব্যাটিং ইনিংসে ব্যক্তিগত পঞ্চম ওভার শেষ করার আগেই কুঁচকির ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান সাকিব। শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচটা ১২০ রানে জিতে নিয়ে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে চার সিনিয়র ক্রিকেটারের ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৬৪ ও সাকিব আল হাসান ৫১ রান করেন। এরপর দারুণ বোলিং করছিলেন সাকিব। প্রথম ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ১০ রান খরচ করেন। ৩০তম ওভারে ফের সাকিবকে আক্রমণে আনেন তামিম ইকবাল। ওই ওভারের চতুর্থ বলে প্রথম বোঝা যায় কুঁচকিতে কোনো সমস্যা অনুভব করছেন বাঁহাতি স্পিনার। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান মাঝ পথে। পরের বলটি করার পর ব্যথায় বসে পড়েন সাকিব। ফিজিও এসে দেখার পর একটু চেষ্টা করে দেখেন চালিয়ে যাওয়া সম্ভব কি না। কিন্তু ব্যথার জন্য শেষ বলটি না করেই মাঠ ছাড়েন সাকিব। পরে বাকি এক বল করে সেই ওভার শেষ করেন সৌম্য সরকার। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী বলেন, ‘কুঁচকিতে টান লেগেছে। পর্যবেণের পর জানা যাবে সাকিবের ইনজুরির কতোটা গুরুতর। তখনই বলা যাবে সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কি-না।’

টানা দুই অর্ধশতক তামিমের
স্পোর্টস ডেস্ক॥ দ্বিতীয় ম্যাচের পর শেষ ওয়ানডেতেও অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই সতীর্থকে হারালেও তামিম দেখেশুনে খেলতে থাকেন। অধিনায়ক হিসেবে ৬ ওয়ানডেতে তার দ্বিতীয় ফিফটি এটি। আর ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপে অষ্টম। ক্যারিবিয়ানদের বিপে তার সেঞ্চুরিও আছে দুটি। ওপেনার লিটন দাস এই ম্যাচেও ব্যর্থ। আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তিন নম্বরে নামা নাজমুল হোসেন আর তামিম যখন শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টায়, ঠিক তখনই কাইল মায়ার্সের বলে সেই এলবিডব্লুর ফাঁদে পড়েই বিদায় নেন নাজমুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভার শেষে ২ উইকেটে ১২০। ৭১.৪৩ স্ট্রাইক রেটে ৭০ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছানো তামিমের সঙ্গে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাদের জায়গায় খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।

৩ বছর পর ওয়ানডেতে তাসকিন
স্পোর্টস ডেস্ক॥ তিন বছর তিন মাস পর ওয়ানডে একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার তার সঙ্গে দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। দুই ম্যাচ জিতে আগেভাগে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চট্টগ্রামে টস হেরে আগে ব্যাটিং করবে। দুই পরিবর্তনের ম্যাচে হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাসকিন সর্বশেষ ওয়ানডেতে মাঠে নামেন ২০১৭ সালের ২২ অক্টোবর, দণি আফ্রিকার বিপ।ে সামনে বিদেশের মাটিতে অনেক সিরিজ অপো করছে বাংলাদেশের জন্য। তার আগে দেশের মাটিতে নিজেদের শক্তির জায়গা আরও একটু ঝালাই করে নিতে চায় স্বাগতিকেরা। অধিনায়ক তামিম ইকবাল গতকালই বলেছেন ‘আমি নিশ্চিত অনেক দিকে উন্নতির সুযোগ রয়েছে। আপনি সব সময় নিখুঁত হতে পারবেন না। কিন্তু তিন বিভাগেই উন্নতি করতে হবে। আমরা বোলিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে চাই। ব্যাটিংয়ে হয়তো শুরুটা ভালো করছি কিন্তু সেটিকে বেশি দূর এগিয়ে নিতে পারছি না। সুতরাং ওই বিভাগে উন্নতি করার প্রয়োজন আছে।’ বোলিং পারফরম্যান্স দুই ম্যাচেই বাংলাদেশের ছিল দুর্দান্ত। উন্নতির জায়গা তবু আছে যথেষ্ট। প্রথম ম্যাচে নতুন বলকে কাজে লাগানো যেত আরও ভালোভাবে। দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের একশর নিচে গুটিয়ে দেওয়ার। কিন্তু শেষ দুই জুটিতে তারা যোগ করে ফেলে ৬০ রান। বোলিং আরও আঁটসাঁট করার চ্যালেঞ্জ তাই থাকছে।

মেসিকে ছাড়াই বার্সার জয়

স্পোর্টস ডেস্ক॥ দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় লিওনেল মেসি ছিলেন না। তবে লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এলচেকে তারা হারিয়েছে ২-০ গোলে।রবিবার প্রতিপরে মাঠে কাতালান কাবটির হয়ে গোল দুটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও রিকি পুস। দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয় গোলেও অবদান রাখেন ডি ইয়ং। কাঙ্তি জয় পেয়েও মাঝে অন্য দুটি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্স করা বার্সেলোনাকে এদিনও ভুগতে দেখা গেছে। বিলবাওয়ের বিপে লাল কার্ড দেখা মেসির শাস্তি শেষ হলো এলচের বিপে এই ম্যাচে দিয়ে। এদিনের জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। ১৯ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল বার্সা। অ্যাওয়ে ম্যাচে টানা পাঁচ। আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচ।