অ্যাপল: পেসমেকার থেকে দূরে রাখুন আইফোন ১২

0

লোকসমাজ ডেস্ক॥ যদি আপনার শরীরে পেসমেকার থেকে থাকে, তাহলে দূরে রাখুন আইফোন ১২ – অনেকটা সতর্কবার্তা আকারেই সম্প্রতি এমন নির্দেশনা দিয়েছে অ্যাপল। সম্প্রতি এ সম্পর্কিত নিজেদের এক সমর্থন নথি আপডেট করেছে প্রতিষ্ঠানটি।
নথিটিতে আইফোন ১২ এবং ম্যাগসেফ অ্যাকসেসরিজ’কে ‘পেসমেকার, ডিফিব্রিলেটর এবং অন্যান্য এরকম সংযুক্তি’ থেকে দূরে রাখতে বলেছে অ্যাপল। বেতার তরঙ্গ বা চৌম্বকীয় ক্ষেত্রে প্রভাব রাখতে পারে এগুলো।প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, দৈনন্দিন ব্যবহারের সময় অন্তত ছয় ইঞ্চি দূরে, এবং আইফোন ওয়্যারলেস চার্জিংয়ের সময় ন্যূনতম এক ফিট দূরত্বে রাখতে হবে ডিভাইসকে।
আগের আইফোন মডেলের তুলনায় নতুন আইফোনের বাড়তি চৌম্বক ক্ষেত্র ঝুঁকি বাড়াচ্ছে না বলেও উল্লেখ করছে অ্যাপল। তবে, ডাক্তাররা সম্প্রতি পরীক্ষা করে দেখেছেন যে নতুন আইফোন মডেলের কারণেও শরীরে বসানো সংযুক্তিতে সমস্যা হতে পারে।
উল্লেখ্য, ডাক্তারদের পরীক্ষায় আইফোন ১২ কাছে নিয়ে যাওয়ার পর একটি ডিফিব্রিলেটর সংযোগ থেমে গিয়েছিল।
আইফোন প্যান্টের পকেটে রেখে এবং গতানুগতিকভাবে ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে, পেসমেকার বা এরকম সংযোগ রয়েছে এমন ব্যবহারকারীরা যদি আইফোন শার্ট বা কোটের বুক পকেটে রাখেন, তাহলে হয়তো সমস্যা হতে পারে।
এক কথায় অ্যাপল বলছে, আপনার শরীরের ভেতর যা রয়েছে সে ব্যাপারে সতর্ক থাকুন।