যশোরে তাপমাত্রা বাড়ছে : আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

0

স্টাফ রিপোর্টার ॥ আজ দুপুরের পর থেকে যশোরে কেটে যেতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। সাথে সথে তাপমাত্রা বেড়ে যেতে পারে অন্তত: ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহের মাঝামাঝি ২/১ দিনের জন্যে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্য প্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ কোনটারই সম্ভাবনা নেই বলে জানিয়েছে যশোর আবহাওয়া অফিস।
সূত্র অনুযায়ী গত কয়েকদিন যশোরে হাল্কা শৈত্যপ্রবাহ চলছিল। এ সময় অনেক এলাকায় তীব্র শীতও অনুভূত হয়েছে। তবে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবারে এই তাপমাত্রা আরো কম ছিল এবং শীতের তীব্রতা ছিল বেশ। গতকালের চেয়ে আজকের তাপমাত্রার কিছুটা উন্নতি হয়ে আরো ২/১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এদিকে, গতকাল দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকলেও দুপুরের পর কিছু সময়ের জন্যে সূর্যের দেখা মেলে। সে সময় তাপমাত্রার বৃদ্ধি ঘটে শীতের তীব্রতাও বেশ কমে আসে। আবহাওয়া অফিসের মতে, আজ বেলা ১২টার পর থেকে কুয়াশা-মেঘ কেটে যাবে এবং যশোরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। গতকাল দৃষ্টিসীমা কোথাও কোথাও ৬শ মিটারে নেমে আসলেও মূলত ১২শ মিটারের মধ্যেই ছিল সকালের অংশে। আজও একই রকম পরিবেশ বিরাজ করতে পারে। কোথাও কোথাও কুয়াশার ঘনত্ব আরো কমে যেতে পারে। গতকাল বাতাসের তেমন গতিবেগ ছিল না আজো বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকতে পারে।