যশোরে অপরাধ প্রতিরোধবিষয়ক সেমিনারে বক্তারা শুধু আইনে নয়, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন পারিবারিক সামাজিক উদ্যোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধি শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, শুধু আইন দিয়ে অপরাধ বন্ধ করা যাবে না। পরিবার ও সামাজিক উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, পরিবার ও সমাজ থেকে অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
গতকাল যশোর শহরের আরএন রোডে হোমিও ডিলার এ সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল সেমিনারের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান পিএসসির সাবেক প্রধান মনোবিজ্ঞানি রওশন আরা জামান সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক কার্তিক চন্দ্র রায় ও অধ্যাপক কাজী শওকত শাহী। সেমিনারে আরও বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ইলিয়াসুর রহমান, সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস, আইনজীবী বোরহান উদ্দিন জাকির, শিক্ষক চায়না বেগম, সংগঠনের সহসভাপতি ডাঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক ডাঃ রবিউল আলম, টিপু সুলতান, পারভেজ রওশন সরদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, কবির উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধে রওশন আরা জামান বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকাসক্তি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এসব কেন হচ্ছে তার কারণ খুঁজতে হবে। শিক্ষার অভাব, অসচ্ছলতা ও যৌন উম্মাদনামূলক অনলাইন চ্যানেলে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। শিশুদের ইচ্ছার বিরুদ্ধে মানসিক চাপ প্রয়োগ, মাদকদ্রব্য ও রাজনৈতিক বৈষম্য অপরাধ বৃদ্ধির কারণ। এসব অপরাধের খেসারত শুধু একজনকে দিতে হয় না। পুরো পরিবারকে দিতে হয় এবং বছরের পর বছর তা ভোগ করতে হয়। তিনি বলেন, প্রচলিত আইনে অপরাধ কমবে না। অপরাধ নিয়ন্ত্রণ করতে প্রয়োজন পরিবার ও সামাজিক প্রতিরোধ। প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে জাহিদ হাসান টুকুন বলেন, অভাব-অনটন অপরাধ প্রবণতার জন্ম দেয়। অভাব কমলে অপরাধ কমবে।