মনিরামপুরে দুই দিনে ভেঙে দেয়া হয়েছে চারটি ভাটা, চারটিতে জরিমানা ১৫ লাখ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে বৈধ কাগজপত্র না থাকায় চারটি ইটের ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ১৫ লাখ টাকা জরিমানা করা হয় আরও চারটি ভাটাকে। লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ অধিদফরের ছাড়পত্র না নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মনিরামপুরে রবি ও সোমবার আটটি ভাটায় সাঁড়াশি অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


পরিবেশ অধিদফতর যশোরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের নেতৃত্বে মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় বৈধ লাইসেন্স, পরিবেশ অধিফতরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমতিপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়া ছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের স্বরুপদাহে শরীফ ব্রিকস, বোল্ড ব্রিকস ও মনিরামপুর সরকারি কলেজের সামনে সোনালী ব্রিকস ভেফু গুড়িয়ে দেওয়ার পর ট্রাক্টর দিয়ে কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়। জরিমানা করা হয় কাশিপুরের সোহাগ ব্রিকস-১ কে তিন লাখ, সোহাগ ব্রিকস-২ কে তিন লাখ, মুন ব্রিকসকে দুই লাখ এবং বন্ড ব্রিকসকে সাত লাখ টাকা। অপরদিকে রবিবার একই অভিযোগে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দোদাড়ীয়ার সরদার ব্রিকস। হাজরাকাটি এলাকার নিউ ব্রিকসকে সতর্কের পর একমাসের সময় নির্ধারণ করে দেওয়া হয় অন্যত্র সরিয়ে নিতে। এ দিকে উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি সোনালী ব্রিকসের পরিচালক হাজী বাবর আলী জোয়ার্দ্দার জানান, সকল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়েছে। বুলডোজার দিয়ে তার ভাটার চিমনি এবং কিন ভেফু গুড়িয়ে দেওয়ার পর প্রায় ছয় লাখ কাঁচা ইট নষ্ট করা হয়েছে। ভেঙে দেওয়ার আগে তাদের কোনপ্রকার নোটিশ করা হয়নি। তবে সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, পরিবেশ অধিফতরের ছাড়পত্র নেই ২০১৩ সাল থেকে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে স্থাপন করা হয়েছে সোনালী ব্রিকস।