পাইকগাছায় জমি নিয়ে বিরোধ মামলা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় দেওয়ানি আদালতে মামলা করায় নোটিশ জারির আগেই তড়িঘড়ি করে দখল দেখাতে শরীক সম্পত্তিতে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের মৃত মুক্তার মোড়লের ছেলে ইকবাল মোড়ল এবং মৃত তালেব মোড়লের ছেলে শুকুর আলীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শরীক সম্পতি হওয়ায় তারা বিভিন্ন দাগে ভোগ দখলে আছেন। সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারণে শুকুর আলী মোড়ল দাগে দাগে দখলের হুমকি দেন। বিষয়টি জানার পর ইকবাল মোড়ল তার ৬০ বছর দখলীয় সম্পত্তি যাতে বেদখল না হয় সেজন্য পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে ১৩ ডিসেম্বর মামলা করেছেন। মামলার বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষরা গত বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি করে দখল নিতে একটি টিনের ঘর তৈরি করতে থাকেন। তাতে ইকবাল মোড়ল ঘর নির্মাণে বাধা দিলে তারা দা, লাঠি, কুড়াল নিয়ে তাকে মারতে উদ্যত হন। এ ব্যাপারে ইকবাল মোড়ল পাইকগাছা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে থানায় ডেকে আনে। এসময় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকলকে স্ব স্ব অবস্থানের নির্দেশ দেন থানা পুলিশের ওসি এজাজ শফী। ওসি জানান, উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে এবং যেহেতু আদালতে মামলা হয়েছে, সেহেতু এ ব্যাপারে থানা পুলিশের কিছুই করার নেই। তবে আইনশৃঙ্খলা বিষয়ে কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযুক্ত শুকুর আলী জানান, ‘আমার নামে ওই দাগে জমি রেকর্ড আছে, আমি দাগে যাবো।’