তৃতীয় ধাপের পৌরসভা ভোটের প্রস্তুতি ইসিতে

0

লোকসমাজ ডেস্ক॥ পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। আগামী সপ্তাহের শেষ দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়। এ ক্ষেত্রে ভোটগ্রহণ হবে জানুয়ারির শেষ সপ্তাহে। ইসি সচিবালয় ২৩ ও ২৪ জানুুয়ারি অথবা ২৭ ও ২৮ জানুয়ারির যে কোনো দিন তৃতীয় ধাপের ভোটের তারিখ রাখার প্রস্তাব করবে। তবে ভোটের চূড়ান্ত তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন। ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য ভোট কেন্দ্র পরিদর্শন করে অবকাঠামোগত সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তৃতীয় ধাপের অর্ধেক পৌরসভায় ভোট হবে ব্যালট পেপারে এবং অর্ধেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এদিকে সম্ভব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ পৌরসভায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডের বাসায় বাসায় ঘুরছেন। অনেক পৌরসভায় দলীয় মনোনয়নের জন্য ভোটাভোটিও চলছে। আগামী ২৮ ডিসেম্বর দেশব্যাপী পৌরসভা নির্বাচন শুরু হচ্ছে। প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। তৃতীয় ধাপেও প্রায় অর্ধশতের বেশি পৌরসভায় ভোট দেওয়ার চিন্তা করছে কমিশন। এজন্য প্রয়োজনীয় ইভিএম প্রস্তুত রাখা হচ্ছে। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, প্রথম ধাপে ২৫টি পৌরসভার ভোট হবে ২৮ ডিসেম্বর। আরও তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট ১৬ জানুয়ারি; তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। সচিব জানান, প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে। শীতকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এর মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। ওই সময় এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। এবারে মোট চার ধাপে ১৯৪ পৌরসভায় ভোট হবে। গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোটের তফসিল দেওয়া হয়। ২ ডিসেম্বর তফসিল ঘোষণা হয় দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনের। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালের ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়।