নওয়াপাড়া সম্পাদকের সুস্থতা কামনা খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক আসলাম হোসেনের সুস্থতা কামনায় বুধবার বাদমাগরিব খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিটি’র সাধারণ সম্পাদক হাফেজ সরকার, এম শফি উদ্দীন শফি, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, শংকর কুমার বিষ্ণু,মুক্তি মাহমুদ, হেলাল ফকির, রবিউল আলম, মিহির রঞ্জন বিশ্বাস, কাজী আজাদুর রহমান হিরক সহ থানা এলাকায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।