বাগেরহাটে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার এবং কৃষক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২০-২১ এর আওতায় এ বছর বাগেরহাট জেলায় ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৬’শ ৭৫ টন আমন ধান, ৩৬ টাকা কেজি দরে ১’শ ৯০ টন আতপ চাল এবং ৩৭ টাকা কেজি দরে ২ হাজার ৪’শ ১৩ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও তালিকাভূক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। দেশের মধ্যে এই প্রথম বাগেরহাট জেলায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলো। নির্দিষ্ট সময় অর্থাৎ ২০২১ সালের ২৮ ফেব্রয়ারির মধ্যে এই ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম।