খেলার খবর

0

কাতারে প্রস্তুতি ম্যাচে শীর্ষ কোনো কাবকে পাচ্ছে না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ কাতারের বিপে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। তবে কাতারের কোনো শীর্ষ কাব দলের সঙ্গে খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের। ঘরোয়া ব্যস্ত সূচির কারণে শীর্ষ কোনো দলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানান, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তাব দিয়েছে, তারা কয়েকটি দল দেবেন। সেখান থেকে বেছে নিতে পারবে বাংলাদেশ।কাতারের বিপে ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতার পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পরই কোভিড-১৯ পরীা হয় সবার। যাতে টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদারের ফল পজিটিভ আসে। শনিবার দলের সবারই আবারো করোনা পরীা করানো হয়েছে। নিয়ম অনুযায়ী কাতার পৌঁছানোর পর সবাইকেই তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে। শুক্রবার বাংলাদেশ দলের সদস্যরা হোটেল রুমেই কাটিয়েছেন এবং হালকা স্ট্রেচিং করেছেন। শনিবার অবশ্য হোটেলে জিম করেছেন খেলোয়াড়রা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪ ডিসেম্বর দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হবে কাতার-বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ জয় ছাড়া সবাই করোনা নেগেটিভ
স্পোর্টস ডেস্ক॥ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের করোনা পরীার জন্য নমুনা নেওয়া হয় শুক্রবার। ১২৫ জন ক্রিকেটার ও কর্মকর্তার মধ্যে একমাত্র মাহমুদুল হাসান জয়ের রিপোর্ট পজিটিভ এসেছে। আসরে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা যুব বিশ্বকাপ জয়ী এই তারকার। করোনা পরীায় নেগেটিভ হওয়া খেলোয়াড়-কর্মকর্তারা হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরা বলয়ে ঢুকে গেছেন এরই মধ্যে। করোনা পজিটিভ হওয়ায় জয়কে মিরপুরের বিসিবি একাডেমিতে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার শুরু হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। চট্টগ্রাম চাইলে জয়ের পরিবর্তে কাউকে স্কোয়াডে নিতে পারে। তবে দলের পে জানানো হয়েছে জয়ের জন্য অপো করবেন তারা। গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা বলেন, ‘আমাদের এখন পর্যন্ত তেমন কোন পরিকল্পনা নেই। জয় সুস্থ হতে পারলে তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করব।’

অধিনায়কত্বের চাপ এটা সাংবাদিকদের বানানো: তামিম
স্পোর্টস ডেস্ক॥ অধিনায়কত্ব কি আসলেই চাপ তামিম ইকবালের জন্য? মার্চে মাশরাফী বিন মোর্ত্তজার ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর তামিম পেয়েছেন ওয়ানডের নেতৃত্ব। করোনাভাইরাসের কারণে অবশ্য এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটই খেলেনি বাংলাদেশ। কিন্তু এরপরও নেতৃত্ব তামিমের জন্য চাপ, এমন শোনা যায় বা অনেকেই বলে থাকেন। তামিম বলছেন, বিষয়টি পুরোটাই সাংবাদিকদের বানানো। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু করেছে দলগুলো। ফরচুন বরিশালের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির অধিনায়ক তামিম। সেখানেই অধিনায়কত্ব চাপ কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অধিনায়কত্বের চাপৃ আমি তো এখনো পর্যন্ত ওই রকম কোনো চাপের ম্যাচই খেলিনি! প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হতে হবে তোৃ অধিনায়কত্বের চাপ এটা আসলে আপনাদের (সাংবাদিকদের) বানানো। আমি এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি (দায়িত্ব পাওয়ার পর)।’ ওয়ানডে ফরম্যাটে স্থায়ীভাবে নেতৃত্ব পাওয়ার আগে গেল বছর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেন তামিম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন তামিম। কদিন আগে প্রেসিডেন্টস কাপেও তার দল ফাইনালে উঠতে ব্যর্থ হয়।তাই স্থায়ীভাবে নেতৃত্ব পাওয়ার পর ওয়ানডেতে মাঠে নামার সুযোগ না হলেও নেতৃত্ব চাপ কিনা, এমন প্রশ্ন তামিমকে শোনতে হচ্ছে। তামিম বলছেন, ‘আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি, ওই দিনই বলেছি যে, আপনারা বিচার করবেন ৬ মাস বা ১ বছর পর। পৃথিবীর যত বড় অথবা ছোট নেতাই হোক, দুই ম্যাচ-তিন ম্যাচ পর আপনারা (সাংবাদিকরা) শুরু করে দেন ক্যাপ্টেন্সির চাপ… এটা শুধু আমার ব্যাপার নয়, যে কারও েেত্রই।’ ‘একটা বাচ্চা হাঁটতে কিন্তু ৯ মাস সময় নেয়ৃ একদিনে না হাঁটলে তো আপনি বলতে পারেন না যে সে হাঁটতে পারে না। সময় লাগবেই। অধিনায়কত্ব আমার খেলায় কতটা প্রভাব ফেলছে, সেটা অন্তত ২০ ম্যাচ পর বিচার করবেন। কিংবা ১০-১৫ ম্যাচ পর। দুই-তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।’ এমনিতে অবশ্য অধিনায়কত্ব নিয়ে বাড়তি আবেগ কখনোই ছিল না তামিমের। এদিন সেটি আরেকবার মনে করিয়ে দিয়ে বলেন, ‘এটা অনেকবারই বলেছি। এটা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি নি, এই দেশের অধিনায়কত্ব করার। এখন সুযোগ এসেছে আমার কাছে। চেষ্টা করব পুরোপুরিভাবে করতে। ভালো হবে খারাপ হবে সেটা সময় বলবে।’

কমলা-কালো জার্সিতে উজ্জ্বল জেমকন খুলনা
স্পোর্টস ডেস্ক॥ করোনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জেমকন খুলনা তাদের জার্সি উন্মোচন করেছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল, এনামুল, শফিউলদের নিয়ে দুর্দান্ত দল গড়েছে জেমকন খুলনা। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু করবে খুলনা। শনিবার ঢাকায় জার্সি উন্মোচন করেন জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের চার খেলোয়াড় ইমরুল কায়েস, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও এনামুল হক বিজয় উজ্জ্বল কমলা-কালো রংয়ের জার্সি গায়ে তোলেন এই অনুষ্ঠানেই। জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জেমকন খুলনার জার্সি উন্মোচন করা হলো। আমাদের সকল সমর্থকদের কাছ থেকে প্রত্যাশা করছি, আপনারা আমাদের দলকে সমর্থন করবেন। আমরা আশা করি সাফল্য নিয়ে আসতে পারবো।’ শনিবার সকালে জেমকন খুলনা পুরো দল নিয়ে অনুশীলন করেছে। কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধানে সাকিব-মাহমুদউল্লাহরা ব্যাটিং-বোলিংয়ে নিজেদের এক প্রস্থ ঝালাই করে নিয়েছেন। এর আগে অবশ্য শুক্রবার করোনা টেস্টের মাধ্যমে জৈব সুরা বলয়ে ঢুকে পড়েছে পুরো দল। জেমকন খুলনার সব ক্রিকেটার করোনা নেগেটিভ। জেমকন খুলনা দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।