শার্শায় ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কাশিপুরে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় আনিসুর রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল পৌনে ৬টার দিকে ডিবি পুলিশের ওসি সোমেন দাশের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর পূর্বপাড়ায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১শ’ বোতল ফেনসিডিলসহ আনিসুর রহমানকে আটক করা হয়। তিনি কাশিপুর উত্তরপাড়ার খায়রুল হোসেনের ছেলে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।