বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ সৃষ্টিতে জোর দিন

0

সাম্প্রতিক বছরগুলোতে ধীরে হলেও বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ছিল। দেশের অর্থনীতিও ক্রমেই এগিয়ে যাচ্ছিল। সেই এফডিআই প্রবাহে বড় ধাক্কা দিয়েছে করোনা মহামারি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) নিট এফডিআই কমেছে প্রায় ৬০ শতাংশ। জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আংকটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অর্থনীতিবিদরা বলছেন, এ জন্য শুধু করোনা নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের অভাবও দায়ী। সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান এখনো অনেক পেছনে। কাজের অনুমতি পেতে কিংবা ভূমি নিবন্ধনে বাংলাদেশে অনেক বেশি সময় লাগে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহ হচ্ছেন। ফলে, নানা রকম সুবিধা দেওয়া সত্ত্বেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ বাড়ছে না।
করোনা মহামারির কারণে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক সংকুচিত হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়েই বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই প্রবাহ হ্রাস পেয়েছে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও চার বছর ধরে ক্রমাগতভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছিল; কিন্তু এ বছর, বিশেষ করে বছরের মধ্যভাগে এসে করোনা মহামারি প্রকট রূপ ধারণ করে। তারই প্রভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ কমে গেছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আরো প্রবলভাবে আঘাত হেনেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, শিগগিরই এই মহামারি থেকে মুক্তি মিলবে না। তাহলে তত দিন কি বাংলাদেশে এফডিআই প্রবাহ কমতেই থাকবে? বিশেষজ্ঞরা মনে করছেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ এবং হংকংয়ের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণে চীন, বিশেষ করে হংকং থেকে অনেক বিদেশি বিনিয়োগ চলে আসছে। তার একটি বড় অংশকে আকৃষ্ট করা সম্ভব ছিল বাংলাদেশের প;ে কিন্তু বিনিয়োগের অনুকূল পরিবেশের অভাবে তা করা সম্ভব হচ্ছে না। কেন আমরা সেই পরিবেশ তৈরিতে ব্যর্থ হচ্ছি? এত বলার পরও কেন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমাতে পারছি না? বর্তমানে বাংলাদেশের জিডিপিতে বৈদেশিক বিনিয়োগের অবদান ১ শতাংশের কাছাকাছি। অর্থনীতি বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এফডিআই যদি ৫ থেকে ৬ শতাংশে উন্নীত করা যায়, তাহলে জিডিপির প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ। তেমন সুযোগও আছে; কিন্তু সেই সুযোগকে আমরা কাজে লাগাতে পারছি না। ২০১৪ সালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের েেত্র যে ১৩টি প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছিল, তারও অন্যতম ছিল দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা। কিন্তু এ েেত্র আমাদের অগ্রগতি নেই বললেই চলে। এ ছাড়া দ জনশক্তির অভাব, অবকাঠামোগত দুর্বলতা এবং জমির দুষ্প্রাপ্যতাকেও প্রতিবন্ধকতা মনে করা হয়। দেশের স্থায়ী উন্নয়নের জন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। এ জন্য বিনিয়োগের বাধাগুলো দূর করতে হবে, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা আশা করি, সরকার এ েেত্র দ্রুত কার্যকর পদপে নেবে।