বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত খবর-
খুলনা : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সেই সুযোগ সৃষ্টি হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। সিপাহী-জনতার অভ্যুত্থানেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলেও মন্তব্য করেছেন নেতৃবৃন্দ। শনিবার বিকেলে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী ও বিপ্লব দিবসের আলোচনায় বক্তারা আরো বলেন, যে জাতীয় ও আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করেন। এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খুলনা মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহানগর বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা শফিকুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজিজুল হাসান দুলু। সাবেক ছাত্রদল সভাপতি বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কে এম হুমায়ুন কবীর, জামাল হোসেন তালুকদার, মাহাবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, আল জামাল ভূঁইয়া, একরামুল হক হেলাল, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, নিঘাত সীমা, আব্দুল আজীজ সুমন, তরিকুল ইসলাম, হেলাল আহম্মেদ সুমন, আতাউর রহমান রুনু, মেহেদী মাসুদ সেন্টু, শরিফুল ইসলাম টিপু, আনোয়ার হোসেন আনো, নাদিমুজ্জামান জনি, মিরাজুল রহমান, মাহমুদ হাসান বিপ্লব, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, জুয়েল, শামসুন্নাহার লিপি, মইদুল হক টুকু, সোহরাব হোসেন, নাসরিন শ্রাবণী, মিজানুর রহমান বাবু প্রমুখ।


স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা হুসাইন আহমেদ, আব্দুল লতিফ লতা প্রমুখ। এ সময় পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কবির উদ্দিন বাবলু, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার সহিদুল ইসলাম, বিএনপি নেতা মজনুর রহমান, রবিউল ইসলাম, আবু সালাম, কফিল উদ্দিন, আব্দুর রাজ্জাক, তাহাজ্জেল হোসেন, আতিয়ার রহমান, আশাদুল ইসলাম, ফুলমিয়া, ইদ্রিস আলী, তোতা মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও. রবিউল ইসলাম।


নাভারণ(যশোর) সংবাদদাতা জানান, আছরবাদ এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভ্পাতি নাজিম উদ্দিন, বিএনপি নেতা আসাদুজ্জামান সাগর, ইসমাইল হোসেন শান্তি, আব্দুর রউফ মন্টু, ওসমান আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক সালাহ উদ্দিন. যুবনেতা মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ওয়াসি উদ্দিন, ছাত্রনেতা আবু জুবায়ের শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামসহ সকল নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) জানান, থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, একে আজাদ, জাহিদুল ইসলাম, মহিবুবুল আলম মামুন, তৌহিদুল ইসলাম রনি, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, জাকিয়া সুলতানা লিপি, ছাত্রদল নেতা ইমরান নাজির, ওলিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

স্টাফ রিপোর্টার.কেশবপুর (যশোর) জানান, বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ্আলউদ্দিন আলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আবুল হোসেন আজাদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ¦ আব্দুস সামাদ বিশ^াস। অনুষ্ঠানে বক্তব্য দেন থানা বিএনপি নেতা কাউন্সিলর মশিয়ার রহমান, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ^াস, পৌর বিএনপি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল ইসলাম শহিদ, নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, যুবদল নেতা আবদুল হালিম অটল, আলমগীর সিদ্দিক,আবু নাইম, মেহেদী হাসান শিপন, ইয়াসিন আলী, মেহেদেী হাসান হিমেল, ইব্রাহীম হোসেন বিশ্বাস, খায়রুজ্জামান, আকরাম হোসেন, ডালিম হোসেন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, আজিজুর রহমান, মুস্তাফিজুর রহমান,হাবিবুর রহমান ঈমন,সুজন,রাসেল, সবুজ আরমান, মনিরুল ইসলাস, এস এম ফারুক, আসাদুজ্জামান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, গণতন্ত্র উদ্ধারের দৃঢ় প্রত্যয় নিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে দলটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস. এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, আশরাফুল ইসলাম পিন্টু ও প্রভাষক কামাল উদ্দীন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা।