চৌগাছায় ঠাণ্ডাজনিত রোগে ১৩ শিশু হাসপাতালে ভর্তি

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রাত কিংবা দিন সারাক্ষণই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। কাবু হয়ে পড়ছে মানুষ। এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত তিনদিনে অন্তত ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আবার অনেকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে। গত ৪/৫ দিন ধরে চৌগাছার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচন্ড ঠান্ডার কারণে মানুষ চরম বিপাকে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট বেশি লক্ষ্য করা গেছে। গরীব অসহায় মানুষেরা শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিনদিনে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলো-চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের আবু তাহেরের ১১ মাসের শিশু কন্যা ফাতেমা খাতুন, শাহাজাদপুর গ্রামের শিমুল হোসেনের ১১ মাসের ছেলে রিফাত হোসেন, উজিরপুর গ্রামের ফুল মিয়ার আড়াই বছরের শিশু মো. স্বাধীন, রামকৃষ্ণপুর গ্রামের আইনউদ্দিনের দেড় বছরের শিশু আরিয়ান, ঝিনাইকুন্ডু গ্রামের সোহাগ হোসেনের মেয়ে মেহেরিয়ান (২), সৈয়দপুর গ্রামের আপেল উদ্দিনের দেড় বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস, নিমতলা গ্রামের তানজির হোসেনের ১১ মাসের শিশু কন্যা শাহারা খাতুন, ব্যাংদা গ্রামের মিলন হোসেনের ছেলে মিনাজ উদ্দিন (২), সিংহঝুলী গ্রামের সোহাগ হোসেনের মেয়ে জান্নাতুল (২), পৌর এলাকার তারিফ হোসেনের ছেলে আবির হোসেন (৫), সেলিম রেজার দেড় বছরের মেয়ে তাসলিম জাহান ও আক্তারুজ্জামানের ছেলে জুনায়েদ আলী (২)। প্রতিদিনই শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে অনেক শিশু চিকিৎসা গ্রহণ করছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজি বলেন, মূলত ঠান্ডার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তিনি বলেন, শিশুরা যে কোন রোগে আক্রান্ত হলে অনেক অভিভাবক বাড়িতে রেখে এন্টিবায়োটিক ওষুধ খাওয়াচ্ছেন, এটি মারাত্মক ভুল। ডায়রিয়া দেখা দিলে ওই শিশুর প্রথম ওষুধ হচ্ছে স্যালাইন। এই শীতে শিশুদেরকে কোনক্রমেই ঠান্ডায় রাখা যাবে না এবং শিশুর মাকেও ঠান্ডা থেকে সতর্ক থাকতে হবে বলে জানান এই চিকিৎসক।