কালীগঞ্জের পল্লীতে প্রতিপক্ষকে ফাঁসাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পুকুরে বিষটোপ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৫ অক্টোবর কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে আলমগীর হোসেনের লাউ গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। সে ঘটনায় আলমগীর হোসেন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে আব্দুল কাদেরসহ কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। ঘটনাটি কালীগঞ্জ থানায় তদন্তনাধীন রয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে একই গ্রামে আব্দুল কাদেরের পুকুরে বিষটোপ দেওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় আব্দুল কাদের থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে লাউ ক্ষেতের মালিক আলমগীর হোসেনের নাম রয়েছে। আলমগীর হোসেন জানান, আমার লাউ ক্ষেত নষ্ট যারা করেছে তারাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য নিজেরাই পুকুরে বিষটোপ দেওয়ার নাটক করছে। প্রকৃতপক্ষে ওই পুকুরে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেনি। পুকুরে এখনো মাছ ভেসে বেড়াচ্ছে।  এ বিষয়ে কালীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আলী জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনের মধ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।