আন্তর্জাতিক সংবাদ

0

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের ইতিহাস সৃষ্টি
বিদেশ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। ৫৯তম মার্কিন নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছে বিজয়ীদের কাতারে। জানা গেছে, ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মৌরি টার্নার। দিলাওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদেহ। উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথম বারের মতো বিজয়ী হন সামবা বালদেহ। ফোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন। এভাবে ডেমোক্রেট থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এছাড়া দ্বিতীয় বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব। সূত্র : হাফপোস্ট।

গুয়াতেমালায় ভূমিধসে নিহত কমপে ৫০
বিদেশ ডেস্ক ॥ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘ইতা’র প্রভাবে ভারী বৃষ্টি ও হাওয়ায় সৃষ্ট ভূমিধসে কমপে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই জানিয়েছেন, এর মধ্যে একটি শহরেই অর্ধেক মানুষের প্রাণহানি হয়েছে। পাহাড়ের একটি অংশ ধসে শহরটির ২০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। বিবিসি জানাচ্ছে, ‘ইতা’ নামক ঝড়টি হ্যারিকেনের শক্তি ধারণ করে মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়ার উপকূলে আঘাত হানলেও পরে তা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। মঙ্গলবার তাৎণিক এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দো বলেছেন, অর্ধেক দিনেই এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে ওইদিন। বৃষ্টির কারণে সবচেয়ে তিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। এর মধ্যে সান কিস্টোবাল ভেরাপেজ শহরও রয়েছে। দেশটিতে ইতার আঘাতে যতজন মানুষ প্রাণ হারিয়েছেন তার অর্ধেক এই শহরের বাসিন্দা। প্রেসিডেন্ট বলছেন, ‘উপায় না থাকায় পায়ে হেঁটে আমারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি।’ বিবিসি জানাচ্ছে, ক্যাটাগরি ফোর হ্যারিকেন হিসেবে ইতা নামক এই ঘূর্ণিঝড়টি প্রথমে ২২৫ কিলোমিটার গতিতে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে শুরু হয় মৌসুমী বৃষ্টি। এর পর শক্তি কমে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে ঝড়টি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়। পরে আবার শক্তি বাড়িয়ে আঘাত হানে গুয়াতেমালায়। ইতার আঘাতে মধ্য আমেরিকা অঞ্চলজুড়ে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হ্যারিকেনটে আঘাত হানার আগে নিকারাগুয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। দেশটির উত্তর উপকূলে এক খনিতে ভূমিধসে সেখানকার দুই শ্রমিক নিহত হয়েছেন। এদিকে প্রতিবেশী হন্ডুরাসের সান পেদ্রো সুলা শহরে বাড়ির দেয়াল ধসে বিছানায় পড়লে ১৩ বছর বয়সী ঘুমন্ত মেয়ের মৃত্যু হয়। সরকার বলছে, পানি বাড়তে থাকার মুখে বৃহস্পতিবার বাড়ির ছাদ থেকে আনুমানিক ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও অনেক মানুষ এখনও আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খুনে ৫০ আর ধোলাইতে লাগবে মাত্র ৫ হাজার
বিদেশ ডেস্ক ॥ খুনে ৫০ আর ধোলাইতে লাগবে মাত্র ৫ হাজার। এমনি এক বিজ্ঞাপনে তোলপাড় ভারতের উত্তরপ্রদেশ। অপরাধের নিত্য নতুন ধরন নিয়ে প্রায়শই শিরোনাম হচ্ছে ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এবার রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হলো পেটাতে আর খুন করতে কত টাকা লাগবে। উত্তরপ্রদেশের মুজাফফরপুরের একটি দল মানুষকে হুমকি দেওয়ার, মারধর করার এবং একেবারে প্রাণে মারার জন্য তারা কত টাকা করে নেয় তার বিজ্ঞাপন ছাপিয়েছে। এই সময় জানায়, ‘ভাড়ার তালিকা’ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নানা ধরনের অপরাধমূলক কাজের জন্য ‘ডেভিল গ্রুপ’ কত টাকা করে চার্জ নেয়, তা জানানো হয়েছে পোস্টার ছাপিয়ে। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়েছে। পোস্টারের ছবি আর এক যুবক হাতে পিস্তল নিয়ে ক্যামেরায় লুক দিয়েছেন। সেখানে হুমকি থেকে খুন করা পর্যন্ত চার্জ জানানো হয়েছে। তালিকা অনুযায়ী ১০ হাজার থেকে ৫৫ হাজার পর্যন্ত বিনিময়ে অপরাধের বিভাগ রয়েছে। হুমকি দেওয়ার জন্য ১ হাজার চাকা, কাউকে মারধরের জন্য ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এখানেই শেষ নয়। কাউকে জখম করতে ১০ হাজার এবং একেবারে প্রাণে মারতে ৫৫ হাজার টাকা চাওয়া হয়েছে। আবার এই কাজে ১০০ শতাংশ সন্তুষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিষয়টি যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের কানে গেলে কোন অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়া হয়েছে তার খোঁজ করা শুরু হয়েছে। জানা গেছে, চৌকাড?া গ্রামের বাসিন্দা এক যুবক এই পোস্টটি করেছে। ছারাথাভাল পুলিশে স্টেশনে এই খবর পাঠানো হয়েছে। অভিযুক্তকে খোঁজার তল্লাশি চলছে।

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের ইতিহাস সৃষ্টি
বিদেশ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। ৫৯তম মার্কিন নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছে বিজয়ীদের কাতারে। জানা গেছে, ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মৌরি টার্নার। দিলাওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদেহ। উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথম বারের মতো বিজয়ী হন সামবা বালদেহ। ফোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন। এভাবে ডেমোক্রেট থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এছাড়া দ্বিতীয় বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব। সূত্র : হাফপোস্ট।