৭ নভেম্বরের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: এলডিপি

0

লোকসমাজ ডেস্ক॥ ৭ নভেম্বরকে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার গ্রহণের তাৎপর্যপূর্ণ দিন হিসেবে আখ্যায়িত করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারা বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমী সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনিতে রাজপথ মুখরিত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদি, জুলমবাজ ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আমাদের জাতিসত্তা অস্তিত্ব সংকটে পড়বে।’ শুক্রবার (৬ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে এলডিপি একাংশের নেতারা এসব কথা বলেন।