আদালতে মামলা চলমান থাকা অবস্থায় অভয়নগরে প্রতিপক্ষের গাছকর্তন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামের বাসিন্দা আজিজুর রহমান মোল্যার ১৬শতক জমিতে রোপিত গাছ-গাছালি কেটে সাবাড় করছে প্রতিপক্ষের লোকেরা। বুধবার সকালে ভুক্তভোগী আজিজুর রহমান সাংবাদিকদের লিখিত অভিযোগে জানান, তার ক্রয়কৃত ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী আজিবার গাজী বাদী হয়ে ওই জমি নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং পি-৬২/১৯। এই মামলাটির বিচারকার্য চলমান থাকা সত্বেও বাদি আজিবার গাজী জোরপূর্বক ওই ১৬শতক জমির ওপর রোপিত তিনটি বড় মেহগনি গাছ ও একটি সিরিশ গাজ কর্তন করেছেন। গাছগুলো কর্তনের বিষয়ে জানতে চাইলে আজিবর গাজী তাকে হুমকি ও মারধর করতে আসেন। ভুক্তভোগী আজিজুর রহমান মোল্যা বিষয়টির সঠিক বিচার দাবি করছেন। এ ব্যাপারে অভিযুক্ত আজিবর গাজী বলেন, আমি কারও জমির ওপর থেকে গাছ কর্তন করিনি। রাস্তা পাকাকরণের কারণে রাস্তার পাশের গাছ কেটেছি।