সাকিবের ফিটনেস পরীক্ষা সোমবার

0

লোকসমাজ ডেস্ক॥ মাঠে ফেরার আগেই সুসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। একবছর নিষিদ্ধ থাকলেও ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের জায়গাটা তার একই আছে। নিষেধাজ্ঞা কাটিয়ে র‌্যাঙ্কিংয়ে নাম আসতেই বসলেন ৫০ ওভারের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের চেয়ারে। এবার তার মাঠে ফেরার পালা। যেটি শুরু হচ্ছে ফিটনেস পরীক্ষা দিয়ে। আগামী ৯ নভেম্বর সোমবার শেরেবাংলা স্টেডিয়ামে হবে সাকিবের ফিটনেস পরীক্ষা। সাকিবসহ ১১৩ ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষার জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী এই পরীক্ষার প্রথম দিনের প্রথম গ্রুপেই রয়েছেন সাকিব। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া ফিটনেস পরীক্ষায় বসবেন ওয়ানডের সেরা অলরাউন্ডার। আগামীকালই (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে তার দেশে ফেরার কথা।
জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে হয়েছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। এই তিন দলের খেলোয়াড়েরা ফিটনেস পরীক্ষার মধ্যেই ছিলেন, তাদের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা কেমন সেটা দেখে নিতেই বিসিবি আয়োজন করছে এই পরীক্ষা। এ মাসের মাঝামাঝি থেকে পাঁচ দলের একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা বিসিবির। এজন্যই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবসহ ১১৩ ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় বসতে হচ্ছে। যারা উত্তীর্ণ হবেন, তারা সুযোগ পাবেন সামনের টি-টোয়েন্টি প্রতিযোগিতায়।
ফিটনেস পরীক্ষায় ডাক পেয়েছেন যারা:
সোমবার (সকাল ১০টা থেকে ১১টা)
সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান, শহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম।
সোমবার (সকাল ১১টা থেকে বেলা ১২টা)
মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, নাদিফ চৌধুরী, অভিষেক মিত্র, এনামুল হক জুনিয়র, সাজিদুল ইসলাম, নাজমুল ইসলাম, মার্শাল আইয়ুব, শুভাশিষ রায়, মোহর শেখ, মোহাম্মদ নুরুজ্জামান, সাখাওয়াত হোসেন, ইফতেখার সাজ্জাদ, সঞ্জিত সাহা, মনির হোসেন, নূর হোসেন।
সোমবার (বেলা ১২টা থেকে দুপুর ১টা)
সালাউদ্দিন শাকিল, নাঈম ইসলাম, সালমান হোসেন, হোসেন ‍আলী, নাঈম ইসলাম জুনিয়র, জুয়াবের হোসেন, রাহাতুল ফেরদৌস, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন, সৈকত আলী, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদী মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সুজন হাওলাদার।
সোমবার (দুপুর ১টা থেকে দুপর ২টা)
আব্দুর রাজ্জাক, অমিত মজুমদার, জাবিদ হোসেন, নিহাদউজ্জামান, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসানুজ্জামান, ‍আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, শরিফউল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয়রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন।
মঙ্গলবার (সকাল ১০টা থেকে ১১টা)
আমির আহমেদ, শাকিল হোসেন, আলী আহমেদ, রায়হান উদ্দিন, শাহবাজ চোহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনূর রহমান, মাহমুদুল হক, আলিস আল ইসলাম, মাসুম খান, জসিম উদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত, ইমান আলী।
মঙ্গলবার (সকাল ১১টা থেকে বেলা ১২টা)
সাদিকুর রহমান, ইলিয়াস সানি, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানউজ্জামান, ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদুল হক, আসিফ হাসান, মোহাম্মদ আজিম, আসাদুল্লাহ হিল গালিব।