যশোরে ধর্ষণ সহিংসতাবিরোধী মানববন্ধনে ৯ দফা দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কালোপতাকা প্রদর্শন, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের দড়াটানা চত্বরে যশোর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। ওই সমাবেশ থেকে ৯ দফা দাবি ঘোষণা করা হয়। দাবির মধ্যে রয়েছে- সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, পাহাড় সমতলে আদিবাসী নারীদের উপর যৌন ও সামাজিক নির্যাতন বন্ধ করা, তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নির্যাতন বন্ধ, আইনগত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণের শিকার নারীর আইনগত, সামাজিক, মানসিক নিরাপত্তা দেয়া, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা, বৈষম্যমূলক যে কোন প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করা , গ্রাম্য সালিশে ধর্ষণের অভিযোগ, ধামাচাপা দেয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার পাশাপাশি সালিশকারীদের বিচারের আওতায় আনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীবিরোধী প্রচারণা বন্ধ করা। ধর্মীয় সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করার পাশাপাশি সুস্থ ধারার সাংস্কৃতি চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করা। যশোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব বিথিকা সরকার, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, লিগ্যাল এইডের কামরুন নাহার কনা, নাজির আহমদ, আব্দুল খালেক, ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন ও বর্ণালী সরকার।