পুলিশের এসআই আকবরের দেশত্যাগ রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ সিলেট কোতয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ পুলিশের এসআই আকবর হোসেন ভুঁইয়া যাতে দেশ ছেড়ে ভারতে পালাতে না পারেন সেজন্য বেনাপোল সীমান্তজুড়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। এর আগেও দেশের বহুল আলোচিত অনেক অপরাধী বেনাপোল সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টা করে ধরাও পড়ে। যে কারণে গুরুত্বপূর্ণ এই বন্দরটি আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী অধিকতর নজরদারিতে রেখেছে। সূত্র মতে, আকবর হোসেনকে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টার ও বিজিবি ব্যাটেলিয়ানকে জানিয়ে দেওয়া হয়েছিল। ফাঁড়িতে পুলিশি হেফাজতে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর পর থেকে ফাঁড়ির ইনচার্জ আকবর আলী পলাতক রয়েছেন। মামলাটি তদন্ত করছে পিবিআই। বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ইমিগ্রেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে করে এই ইমিগ্রেশন ব্যবহার করে পুলিশের এসআই আকবর হোসেন দেশত্যাগ করতে না পারেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর সতর্কতায় আছেন।