যশোর বড়বাজারে মুন্না হত্যা মামলার চার্জশিট,অভিযুক্ত ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড়বাজারের মাছের আড়তের কর্মচারী শেখ ইমরান হোসেন ওরফে মুন্না হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এতে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। মুন্না হত্যাকা-ের ৭ মাস পর মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম আদালতে চার্জশিট দিলেন। অভিযুক্তরা হচ্ছে-যশোর শহরের ঘোপস্থ হলুদ মিলের পাশের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম পলাশ, লোনঅফিস পাড়ার পলিপ স্কুল বস্তির মৃত দুলালের ছেলে শিমুল, লোনঅফিস পাড়ার আলমাসের ছেলে রাকিব ও বড়বাজার কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়। উল্লেখ্য, মুন্না বড়বাজার মাছবাজারের একটি মাছের আড়তের কর্মচারী ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মাছের বাজার সংলগ্ন জনৈক আদমের চায়ের দোকান মোড়ে পেয়ে উল্লিখিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তারা ছুরিকাঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচা শেখ রেজাউল ইসলাম রেজু ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহারভুক্ত সকল আসামিকে আটক করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। এরপর তদন্ত শেষে মুন্না হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ।