যশোরে জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোববার দুপুরে নারী রোগীদের মোবাইল ফোনসেট ও টাকা চুরির অভিযোগে মুক্তা বেগম (৩৮) নামে এক নারী আটক হয়েছেন। তার কাছ থেকে চুরি যাওয়া কিছু টাকাও উদ্ধার হয়েছে। কোতয়ালি থানা পুলিশের এসআই অনুপম রায় জানান, দুপুর দুটোর দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী রোগীর ভ্যানেটিব্যাগ থেকে মোবাইল ফোনসেট ও টাকা চুরি হয়ে যায়। রোগীদের ভিড় থাকায় এই সুযোগে সংঘবদ্ধ একটি চোরচক্র কৌশলে ব্যাগ খুলে টাকা ও মোবাইল ফোনসেট হাতিয়ে নেয়। এর মধ্যে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের রুবিনা বেগমের একটি মোবাইল ফোনসেট ও অভয়নগরের আর্জিনা বেগম নামে আরেক নারীর একটি মোবাইল ফোনসেট খোয়া যায়। এছাড়া আরও কয়েকজনের টাকা চুরি হয়েছে। তবে এরই মধ্যে উপস্থিত রোগী ও দর্শনার্থীদের সন্দেহ হওয়ায় তারা মুক্তা বেগম নামে এক নারীকে আটক করেন। পরে তাকে পুলিশে দেয়া হয়। আটক মুক্তা বেগমের কাছ থেকে ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকা চুরি করে নেয়া বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। আটক মুক্তা বেগম যশোর শহরের শংকরপুরে মুস্তাফিজুর রহমানের স্ত্রী।