ঝাঁপায় মাচায় তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিন চাষি

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোর জেলার মনিরামপুর উপজেলায় চলতি বর্ষা মৌসুমে গোল্ডেন ক্রাউন (হলুদ) জাতের তরমুজের চাষ করে ভালো লাভ করেছেন মনিরুজ্জামান নামের এক যুবক। এ উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মশিয়ার রহমান সরদারের ছেলে মনিরুজ্জামানসহ তিন বন্ধু মিলে দৌদাড়িয়া মাঠে ২৫কাঠা জমিতে তরমুজ চাষ করে সফলতা পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২৫কাঠা জমিতে মাটির উঁচু বেড করে যাতে পানি জমে না থাকে তরমুজের বীজ বপন করেছেন। তার পর মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মানচিং পেপার বিছিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জমিতে বাশের খুঁটি পুঁতে পাতলা নেটের জাল টাঙ্গিয়ে মাচা করা হয়েছে। তরমুজের গাছ মাচার ওপর ভর্তি হয়ে গেছে। বাজারের ছোট শপিং নেট জাল দিয়ে তরমুজগুলো বেঁধে রাখা হয়েছে। এ জাতের তরমুজের ওজন হয়েছে ১থেকে ৩কেজি পর্যন্ত। তার তে থেকে প্রতিনিয়ত ৫০টাকা কেজি দরে পাইকারি ও খুচরা বিক্রি করছেন। তরমুজ চাষি মনিরুজ্জামান এ প্রতিবেদককে জানিয়েছেন, লেখাপড়া শিখে বেকার বসে না থেকে শাহআলম কবির ও সুমন হোসেনকে সাথে নিয়ে ৩বন্ধু মিলে এ তরমুজের চাষ শুরু করেন। নিজেদের জমি না থাকায় হানুয়ার গ্রামের আব্দুর রশিদ সরদারের কাছ থেকে ২৫কাঠা জমি বার্ষিক ২০হাজার টাকায় লিজ গ্রহণ করেন। ওই জমিতে গত জুন মাসে গোল্ডেন ক্রাউন (হলুদ) জাতের তরমুজের চাষ করি। রোপনের ৬০থেকে ৬৫দিনের মধ্যে ফুল ও ফল ধারণ শুরু করে। বর্তমানে েেত যে তরমুজ আছে সে তরমুজ বিক্রি করে খরচ বাদে এক লাখ টাকা লাভ হয়েছে। মনিরামপুর কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, এ উপজেলায় তাদের তথ্য অনুযায়ী ২ হেক্টর জমিতে তরমুজের চাষ করেছেন চাষিরা। ওই তরমুজ চাষিদের আগামীতে উন্নত প্রশিণ ও প্রদর্শনী তে দেওয়ার পরিকল্পনা আছে তাদের বিভাগের।