যশোরের আইনজীবী আমির চাঁদাবাজি মামলায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আইনজীবী আমির হোসেনকে শুক্রবার চাঁদাবাজি মামলায় আটক করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম। তিনি জানিয়েছেন, একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী আমিন হোসেন জামিনে আছেন বলে আদালতকে শনিবার জানান। কিন্তু এই সংক্রান্ত কোন তথ্য প্রমাণ দেখাতে না পারায় তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসেইন তাকে কারাগারে যাওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত, একজন পতিতা সর্দাণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা ও সোনার গহনা হাতিয়ে নেন। এছাড়া মারধর হুমকি চাঁদাবাজিসহ নানা অভিযোগে কোতয়ালি থানায় মামলা হলে তিনি শহরে ব্যাপক সমালোচিত হন। জেলা আইনজীবী সমিতি তার সদস্য পদও এক সময় বাতিল করেছিল।