মনিরামপুরে আমন ধানের ক্ষেতে মাজরা পোকা-পাতা শুকানো রোগ

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ ও পাতা শুকানো (বিএলবি) রোগ দেখা দিয়েছে। এতে ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তারা রোগ প্রতিরোধের জন্য ছুটে যাচ্ছেন স্থানীয় বিভিন্ন কীটনাশকের দোকানে। হানুয়ার গ্রামের রেজাউল ঢালী এ প্রতিবেদককে জানান, তার দুই বিঘা জমিতে মাজরা পোকা ও ধান গাছের পাতা শুকানো রোগ দেখা দিয়েছে। তিনি কয়েক রকম কীটনাশক ছিটিয়েছেন জমিতে। কিন্তু কোন কাজ হয়নি। মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাস জানান, তার এক বিঘা জমিতে পাতা শুকানো রোগ দেখা দিয়েছে। হানুয়ার গ্রামের জাহাঙ্গীর মোড়ল, জমশেদ ঢালী, ইমরান হোসেন, ষোলখাদা গ্রামের নওয়াবালী সরদার, মদনপুর গ্রামের আইয়ুব আলী দফাদার এবং মনোহরপুর গ্রামের আসলাম গাজী, রামনাথপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন, মানিকগঞ্জ গ্রামের গোলাম খাঁসহ অনেক কৃষকদের জমিতে ধান গাছের পাতা শুকানো রোগ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা হিরক কুমার সরকার বলেন, কৃষকদের হতাশ হবার কোন কারণ নেই। মাজরা পোকার জন্য কড়া কীটনাশক এবং পাতা শুকানোর জন্য বিঘা প্রতি ৫ কেজি পটাশ ও কিছু ছত্রাক, ব্যাকটেরিয়ানাশক ধান েেত ছিটিয়ে দিলে এ রোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তিনি বলেন, এ মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত, আবহাওয়া অনুকূলে না থাকা এবং ধান েেত অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের কারণে পাতা শুকানো রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, এ মৌসুমে মাত্র ৪ হেক্টর জমিতে এই পাতা শুকানো রোগ দেখা দিয়েছে।