ঝিকরগাছায় কুইজ প্রতিযোগিতায় বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ‘বিজ্ঞান বিষয়ক কুইজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঝিকরগাছা বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম জিল্লুর রশীদ জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন করে শিক্ষার্থী একযোগে অনলাইনের মাধ্যেমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে থেকে ওইদিন ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাইস্কুল, বিএম হাইস্কুল, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকড়া জে. কে মাধ্যমিক বিদ্যালয়, টাউরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল ও গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় চূড়ান্ত বাছাই পর্বে ওঠে। রবিবার সকাল ৯ টায় মাধ্যমিক শিক্ষা অফিসে ওই ৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। এছাড়া গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. জিল্লুর রশীদ ও সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন।