মোবাইল ফোন চুরি করায় দু’ভাইকে গণপিটুনি

0

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনসেট চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই সহোদরকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর শহরতলীর তফসীডাঙ্গায়। আসামিরা হলো,শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত দবির বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩৫) ও লাল্টু বিশ্বাস (২৮)। পুলেরহাট বেড়বাড়ি গ্রামের রফিকুল ইসলাম জানিয়েছেন, তফসীডাঙ্গা মকবুলের স মিলের মোড়ে তার একটি চায়ের দোকান আছে। আসামিরা শুক্রবার সন্ধ্যার দিকে চা পান করার জন্য তার দোকানের সামনে একটি মোটরসাইকেলে এসে দাঁড়ায়। চা পান শেষে চলে যাওয়ার সময় তার টেবিলের ওপরে রাখা ২০ হাজার টাকা দামের একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনসেট কৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি সে সময় চিৎকার দিলে আশপাশের লোকজন দুই সহোদরকে আটক করে এবং মোবাইল ফোনসেট উদ্ধার করে। সে সময় গণপিটুনির শিকার হয় দুই সহোদর। পরে পুলিশে সোপর্দ করে মামলা দেয়া হয়।