আগস্টে চীনে আমদানিতে ১৩% প্রবৃদ্ধি

0

লোকসমাজ ডেস্ক॥ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে চীনে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি। করোনা মহামারীর ধাক্কা সামলে চাহিদা বাড়তির দিকে থাকায় গত মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও রয়টার্স।
চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ। এ কারণে দেশটিতে চাহিদা ও আমদানিতে উত্থান-পতন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। দেশটির রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দৈনিক হিসেবে দেশটিতে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির গড় পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৮০ হাজার ব্যারেলে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ২০১৯ সালের একই সময়ে চীনের বাজারে প্রতিদিন গড়ে ১ কোটি ১ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চীনে জ্বালানি পণ্যটির দৈনিক গড় আমদানি ১০ লাখ ব্যারেলের বেশি বেড়েছে।
তবে সাম্প্রতিক সময়ের মধ্যে গত জুনে চীনের বাজারে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি সর্বোচ্চে উঠেছিল। ওই সময় দেশটিতে প্রতিদিন গড়ে ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে। সেই তুলনায় আগস্টে চীনের বাজারে জ্বালানি পণ্যটির আমদানি অনেকটাই শ্লথ হয়ে এসেছে।
মূলত করোনা মহামারীর কারণে বিদ্যমান লকডাউন উঠে যাওয়ার পর পরই জুনে চীনে জ্বালানি তেল আমদানিতে বড় উল্লম্ফন দেখা গিয়েছিল। এখন শ্লথ অর্থনীতির চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছেন চীনা আমদানিকারকরা।