স্বাস্থ্যবিধি না মানায় ৫ বাসচালককে অর্থদণ্ড

0

ঝিকরগাছা ( যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ বাসচালককে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরাফাত রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দেড় হাজার টাকা জরিমানা করেন। মুখে মাস্ক না থাকা, বাসে হ্যান্ড স্যানিটাইজার না রাখা এবং আসন ছাড়া অতিরিক্ত যাত্রী উঠানোর অপরাধে ওই অর্থদন্ড দেয়া হয়।