ঝিকরগাছায় ফার্মেসি মালিক তিনদিন ধরে নিখোঁজ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ফার্মেসি মালিক আল-মামুন গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা (পূর্বপাড়া) গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। এ ঘটনায় আল মামুনের বড় ভাই শাহাবুদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা থানায় জিডি করেছেন। সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকেলে আল-মামুন বাড়ি থেকে কায়েককোলা বাজারস্থ জয়রামপুর মোড়ে তার ফার্মেসিতে (ওষুধের দোকান) যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আল-মামুনের স্ত্রী আসমা খাতুন জানান, তার স্বামী ওইদিন নিজের ফার্মেসিতে বসা ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক কথা বলার জন্য তাকে পাশে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জানিয়েছেন তার স্ত্রী। এদিকে আল-মামুন নিখোঁজের পর থেকে তাদের পরিবার চরম উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।