ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারক আটক অভয়নগরে

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ যশোর অভয়নগরে মহিলা ভুয়া ম্যাজিস্ট্রেটসহ প্রতারক চক্রের চার সদস্যকে গতকাল মঙ্গলবার বিকেলে অভয়নগর থানা পুলিশ আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ওকিটকিসহ বিভিন্ন মিডিয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রতারণার কাজে ব্যবহারিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশ জানায়, গত দুদিন থেকে মহিলা ভুয়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে হোটেল রেস্টুরেন্টে অভিযানের নামে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ম্টোা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। গতকাল মঙ্গলবার মনিরামপুরের ঢাকুরিয়া বাজারে সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে মহিলা ভুয়া ম্যাজিস্ট্রেট খুলনার গোয়ালখালীর আঃ রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস ইতি(২২)সহ প্রতারকচক্রের চার সদস্যকে আটক করে।
আটক অন্যান্যরা হলেন একই থানার গোয়ালখালীর এসএম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল(৩৪), খুলনার দৌলতপুর থানার দক্ষিন পাবলা এলাকার নুর মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসেন (৩৫) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর অলকদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০) । এসময় পুলিশ তাদের কাছ থেকে ২টি ওকিটকি, ৭টি গণমাধ্যম ও মানবধিকার সংস্থার কার্ড, নগদ ২৯ হাজার ৯ শ টাকা, ২টি ছুরি উদ্ধ্ার করে। পুলিশ তাদের প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রটি জানায়, গত ২৩ তারিখে অভয়নগর উপজেলার প্রেমবাগে বনফুল মিষ্টান্ন ভান্ডার, প্রেমবাগ দধিঘর, রাইস মিলে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসময় তারা বাচাঁর উদ্দেশ্যে টিভিসহ বিভিন্ন অখ্যাত পত্রিকার পরিচয় পত্র দেখায়। ধারনা করা হচ্ছে এই চক্রটি দীর্ঘদিন থেকে প্রতরণার মাধ্যমে সহজ সরল মানুষদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার মাধ্যমে নিরীহ লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।