আইফোন এক্সআরের উৎপাদন বন্ধ করছে অ্যাপল

    0

    লোকসমাজ ডেস্ক॥ ২০১৮ সালে আইফোনের সাশ্রয়ী সংস্করণ হিসেবে আইফোন এক্সআর উন্মোচন করেছিল অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি ডিভাইসটির উৎপাদন বন্ধ করতে যাচ্ছে।
    প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবরে নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। আইফোন ১২ সিরিজের নতুন ডিভাইস উন্মোচনের পর আইফোন এক্সআর মডেলের উৎপাদন বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারীর মধ্যেই চলতি বছর আইফোনের সাশ্রয়ী সংস্করণ আইফোন ‘এসই ২০২০’ উন্মোচন করেছে অ্যাপল। কম দামের এ আইফোন বৈশ্বিক বাজারে ভালো সাড়া ফেলেছে।
    আইফোন এক্সআরের উৎপাদন বন্ধ করা হলেও আইফোন ১১ উৎপাদন অব্যাহত রাখা হবে। কারণ যে কয়েকটি ডিভাইস বিক্রির রেকর্ড করেছে, তার মধ্যে আইফোন ১১ অন্যতম। তবে আইফোন এক্সআরের সঙ্গে আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স ডিভাইসের উৎপাদনও বন্ধ করা হতে পারে। অ্যাপল আইফোন ১২ সিরিজে দুটি প্রিমিয়াম ডিভাইস রাখতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। আইফোন ১২ প্রো ডিভাইসটি আসতে পারে ৬ দশমিক ১ ইঞ্চি অথবা ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে সাইজে।