বন্ধ হতে পারে নকল স্মার্টফোন, নিবন্ধিত কি-না যাচাই করবেন যেভাবে

    0

    লোকসমাজ ডেস্ক॥নকল স্মার্টফোনের রমরমা বাণিজ্য চলছে অনলাইনে। কখনো অরিজিনাল, আবার অনেক সময় মাস্টারকপি বলে বিক্রি হচ্ছে এসব ফোন। দামি ফোনের আদলে তৈরি করা ডিভাইসগুলো কম দামে বিক্রি করার কারণে দৃষ্টি কাড়ছে ক্রেতাদের। তবে এসব ফোন কিনেই বোকা বনে যাচ্ছেন ক্রেতারা।
    খানিকটা সতর্ক থাকলেই নকল ফোন কিনে বোকা বনে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেকোনো ফোন কেনার সময় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি-না তা যাচাই করুন। নাহয় সামান্য একটু ভুলেই বন্ধ হয়ে যেতে পারে শখের ফোনটি।
    আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি-না যাচাই করবেন যেভাবে—
    প্রথমেই ফোনের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর বের করুন। এরপর যেকোনো ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে আইএমইআই নম্বর টাইপ করুন। এবার মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি-না, জানিয়ে দেয়া হবে।
    মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।