মহেশপুর যুবদলের আহবায়ক কমিটির শহীদুল মাস্টারের কবর জিয়ারত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটি শনিবার সকালে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন। সকাল ১০ টায় যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব হাজী ফয়সালসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের বাড়ি ভালাইপুরে গিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান রনিসহ নেতৃবৃন্দ। এছাড়া নেতৃবৃন্দ শনিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন ও সদস্য সচিব মেহেদী হাসান রনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় যুবদলের আহবায়ক কমিটির সদস্যদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।