লাতিন আমেরিকায় আক্রান্ত ৬০ লাখ ছাড়ালো

0

লোকসমাজ ডেস্ক॥ লাতিন আমেরিকার বেশিরভাগ দেশই লকডাউন শিথিল করেছে। তাতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলে কোভিড রোগী ৬০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লাতিন আমেরিকায় নিশ্চিত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছায় ৬০ লাখ পাঁচ জনে এবং মৃত্যু ২ লাখ ৩৭ হাজার ৩৬০। বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ এই অঞ্চলের। ৫০ লাখ থেকে ৬০ লাখে পৌঁছাতে লেগেছে মাত্র এগারো দিন, আগের দশ লাখ অতিক্রমের চেয়ে একদিন কম।
মহামারিতে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল লাতিন আমেরিকা। গত সাত দিনে গড়ে দৈনিক ৮৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ হাজার ছয়শ জনের বেশি। করোনা এই অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত করেছে ব্রাজিলে, সেখানে ৩২ লাখের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৬ হাজার ৫৭১ জন। আক্রান্তে তাদের পরে আছে পেরু, সোয়া পাঁচ লাখ রোগীর মধ্যে প্রায় ২৬ হাজার মৃত্যু। আর মৃতের সংখ্যায় এই অঞ্চলে ব্রাজিলের পরে মেক্সিকোর অবস্থান, প্রায় ৫৬ হাজার। করোনায় আক্রান্ত ৫ লাখ ১১ হাজারের বেশি মেক্সিকান।