চীনা পণ্য ভারতে ঢুকতে না দেয়ার জন্যে শুল্ক বৃদ্ধির প্রস্তাব

0

লোকসমাজ ডেস্ক॥ এর আগেই চীনের ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করেছিল ভারত। এবার ইতিমধ্যেই চীনের সঙ্গে তলানিতে পৌঁছে যাওয়া বাণিজ্যিক সম্পর্কে মোদি সরকার আরও একটি পেরেক ঠুকছে। চীন থেকে আসা বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্কের হার এতটাই বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে চলেছে যে শিল্পোদ্যোগীরা দেশজ উৎপাদনের দিকে ঝুঁকবেন। ল্যাপটপ, ক্যামেরা, তন্তুজ উপাদান, মোবাইল ফোন, টিভি সেট প্রভৃতি এই তালিকায় আছে। উল্লেখযোগ্য, এই ধরনের উৎপাদন রপ্তানি করে চীন ভারত থেকে মোটা অংকের অর্থ উপার্জন করলেও ভারতের চীনে রপ্তানির পরিমাণ কমেছে ৪৮.৭ বিলিয়ন ডলার। শুধু চীন নয়, থাইল্যান্ড ও ভিয়েতনাম এর মতো দেশগুলো যাদের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি আছে সেখান থেকেও আমদানি নিয়ন্ত্রিত করা হচ্ছে। লাদাখে চীনা সেনার হাতে কুড়িজন ভারতীয় সেনা নিহত হওয়ার পরই চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধাপে ধাপে ছিন্ন করছে ভারত।