যশোরের শিক্ষানবিশ আইনজীবীদের আদালতের রায় বাস্তবায়নের দাবি

0

স্টাফ রিপোর্টার॥ আপিল বিভাগের রায় অনুযায়ী শিক্ষানবিশ আইনজীবীদের চলতি বছরের মধ্যেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসকাব যশোরের সামনে এই মানবন্ধন করেন ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উর্ত্তণী শিক্ষানবিশ আইনজীবীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানবন্ধনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী আনোয়ার হোসেন বিপুল, জামাল হোসেন শিমুল, ফরিদ হোসেন, সনিয়া আক্তার, রুমা খাতুন, সৌমিত্র সেতু, আহম্মেদ রাজু, আব্দুল গণি, ফাহিম রাজ, উবায়ের ইসলাম, শরিফুল ইসলাম, মাসুদ রানা, মুক্তাদির হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষানবিশ আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি বছরের মধ্যে সব প্রক্রিয়া শেষে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু করোনা দুর্যোগসহ নানা কারণে সেটা এখনো হয়নি। এজন্য এখনো পর্যন্ত পেশাগত জীবনে প্রবেশ করতে না পেরে সারাদেশে হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবী একধরনের মানবেতর জীবন-যাপন করছেন। এজন্য তারা দ্রুত আদালতের নির্দেশানুযায়ী বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবি জানান।