অভয়নগরে মাইক লাইটিং মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে মাইক-লাইটিং মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলে সোমবার বিকেলে নওয়াপাড়া গরুহাটখোলা কাব চত্বরে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এক সভা অনুষ্ঠিত হয়। মো. ইকবাল হোসেন বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা মাইক-লাইটিং মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, দপ্তর সম্পাদক ফকরুল হোসেন, প্রচার সম্পাদক দুলু হোসেন দুলু, সদস্য শামীম সরদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীসহ ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।