ডুমুরিয়ায় আরও একজন করোনা রোগী শনাক্ত বাড়ি লকডাউন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি হলেন উপজেলার বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম আব্দুল মজিদের পুত্র ডিপ্লোমা চিকিৎসক এস এম শাহীন আলম (৩২)। তিনি খুলনার দাকোপ উপজেলায় উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এই নিয়ে উপজেলায় মোট ১৭ জন করোনা শনাক্ত হলেন। এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ১৩ জন আক্রান্ত আছেন বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রুস্তম। আক্রান্ত ওই রোগীকে হোম আইসোলেশনে রেখে তার বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। জানা যায়, গত কয়েকদিন আগে শরীরে করোনার উপসর্গ টের পেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নমুনা পরীক্ষা করাতে দেন। পরীক্ষায় প্রথমে ফলাফল নেগেটিভ আসলেও শুক্রবার তার করোনা পজিটিভ পাওয়া যায়। এ সংবাদ পেয়ে শুক্রবার রাত ১২ টার দিকে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই চুন্নু শেখ, কোভিট-১৯ মাগুরাঘোনা ইউনিয়ন সমন্বয়কারীর দায়িত্বপ্রাপ্ত অফিসার ও উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেন।