ঝিকরগাছায় ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু, স্থানীয়রা বলছেন, বিষাক্ত মদ পানে

0

ঝিকরগাছা সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় গত ২৪ ঘণ্টায় এক জন মদ বিক্রেতাসহ ছয় জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, তারা বিষাক্ত মদপানে মারা গেছেন। কিন্তু পুলিশ বলছে, তারা বাড়িতে মারা গেছে এবং স্বজনরা দাবি করছেন অসুস্থ হয়ে মৃত্যু। অপরদিকে একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন ভর্তি হয়েছেন, যারা সকলে অ্যালকোহলিক বলে চিকিৎসক জানিয়েছেন। গেল ২৪ ঘণ্টায় অস্বাভাবিক মৃত্যুর শিকার ব্যক্তিরা হলেন, মদ বিক্রেতা উপজেলার রাজাপুর গ্রামের আবুল গাজীর ছেলে হাবিল গাজী (৬০), বর্নি গ্রামের সুরত আলীর ছেলে ফারুক হোসেন (৪০), হাজিরালী গ্রামের মৃত গহর আলীর ছেলে আসমত আলী (৫০), পুরন্দরপুর গ্রামের মৃত ফকির ধোপার ছেলে হামিদুর রহমান (৫৫), রাজাপুর গ্রামের আলফাজের ছেলে নুর ইসলাম খোকা (৫৫) এবং ঋষিপাড়ার মৃত রসিকলালের ছেলে নারায়ণ (৫৫)। সোমবার মধ্য রাত থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের মৃত্যু হয়।
অল্প সময়ের মধ্যে এতো মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক, ইনসপেক্টর (তদন্ত) মেজবাউর রহমান, সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাসসহ স্থানীয় সংবাদকর্মীরা মৃতদের বাড়ি বাড়ি যান। মৃতরা সবাই হৃদরোগে মারা গেছেন বলে তাদের পরিবার-সদস্যরা দাবি করেন। ওই সময় তারা হাসপাতালের ছাড়পত্রও দেখান। ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি মৃতদের বাড়ি থেকে ঘুরে এলাম। তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে আত্মীয়-স্বজনরা বলছে। সেই মর্মে তারা মেডিকেল ছাড়পত্রও দেখিয়েছে। ডাক্তার যদি হৃদরোগে মৃত্যুর ছাড়পত্র দেন, তাহলে আমি কীভাবে বলি তারা বিষাক্ত অ্যালকোহল পানে মারা গেছে?’ তবে মৃতদের মধ্যে হাবিল মদের কারবারি ছিলেন বলে নিশ্চিত করেন থানার ওসি। কয়েক মাস আগে তাকে এই কারণে গ্রেফতারও করা হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসকে রাজিবুল ইসলাম বলেন, ওই ছয় জনের মধ্যে কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়নি। তবে বিষাক্ত অ্যালকোহল পানে গুরুতর অসুস্থ হয়ে পড়া তিন জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ওই ব্যক্তিরা হচ্ছেন উপজেলার কাউরিয়া গ্রামের রিপন দাস (৪০), রাজাপুর গ্রামের কিশোর কুমার (৩২) ও হাজিরালী গ্রামের সেলিম হোসেন (৩৪)। তবে সেলিম রাতে পালিয়েছে বলে ওই চিকিৎসক জানান। এছাড়া একই কারণে অসুস্থ মাধব দাস (৪০) নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার বাড়ি রাজাপুর গ্রামে। অসুস্থ রিপন দাসের ছেলে বিষ্ণু দাস ও কিশোর কুমারের স্ত্রী সীতা রাণী দাস বলেন, মৃত ও অসুস্থ ব্যক্তিরা সোমবার সকালে উপজেলার পুরন্দরপুর গ্রামের জলিল সরদারের ছেলে মিন্টুর কাছ থেকে মদ কিনে পান করেছিলেন। মৃতদের মধ্যে সোমবার রাতে মারা যান খোকা,হামিদুর ও নারায়ন। রাতারাতি তাদের দাফন ও সৎকার করা হয়। মঙ্গলবার সকালে মারা যান হাবিল গাজী,ফারুক ও আসমত আলী। ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার দেবব্রত দাস জানান, মদ বিক্রেতা মিন্টুকে খোজা হচ্ছে। সে পালিয়েছে। তাকে পাওয়া গেলে জানা যাবে মৃতরা মদ না স্পিরিট খেয়েছিলেন। গত এপ্রিল মাসে যশোর শহর ও শহরতলী, মণিরামপুর এবং চৌগাছা উপজেলায় বিষাক্ত বা ভেজাল মদপানে ১৭ জন মানুষের মৃত্যু হয়। ওই সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যশোর শহরের পতিতালয় এলাকার হাসান নামে এক মদের কারবারির দোকানে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়। অবৈধ মদের কারবারি হাসানের বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলাও হয় সেই সময়। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নূরুজ্জামান জানান, ওই ঘটনার তদন্তকালে প্রতীয়মান হয় মৃতরা স্পিরিট পান করেছেন। স্পিরিট বিক্রেতা হিসেবে তিন জনকে আটক করা হয়। তারা হচ্ছে তপন কুমার হালদার, বিশ্বজিৎ ঘটক ও কাজল ঘটক।