অভয়নগরে ব্যবসায়ীসহ ১৫ জনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরে গত ২৪ ঘন্টায় নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায়সহ ১৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত অভয়নগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে করোনাকে জয় করে বাড়িতে ফিরেছেন ৯ জন, মারা গেছেন একজন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে প্রাণঘাতি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা দিয়ে লকডাউন করা হয়েছে। মানুষকে ঘরমুখী ও সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শিল্পশহর নওয়াপাড়ায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম লকডাউন এলাকায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনারোধকল্পে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।